কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবরের জার্সি থেকে অ্যালকোহল কোম্পানির লোগো সরাচ্ছে সমারসেট

ঢাকা টাইমস যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩

বাবর আজমের আর্জি মেনে নিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সমারসেট। সংক্ষিপ্ত ফর্ম্যাটে পাকিস্তান অধিনায়কের কথামতো তার জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারক কোম্পানির লোগো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল প্রসিদ্ধ এই কাউন্টি ক্লাব।

উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে ইতোমধ্যেই সেদেশের মাটিতে চলতি টি-২০ ব্লাস্ট ইভেন্টে ঢুকে পড়েছেন বাবর আজম। তার কাউন্টি ক্লাব সমারসেটের হয়েই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছেন পাকিস্তানের এই টপ-অর্ডার ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ব্যাট হাতে রানও এসেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাধ সাধল জার্সি। সমারসেটের জার্সির পিছনের নকসায় একটি অ্যালকোহল প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন মেনে নিতে পারেননি বাবর। প্রথম ম্যাচের পর তিনি তার ক্লাবকে স্পষ্ট জানিয়ে দেন, অ্যালকোহল কোম্পানির লোগো দেওয়া জার্সি পরে তিনি আর মাঠে নামতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও