কৃষকের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিন
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:০১
                        
                    
                একদিকে চাষের সময় শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে আমনের চারা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।প্রথম আলোর ভোলা প্রতিনিধির পাঠানো খবর থেকে জানা গেছে, সাধারণত ভোলার বিভিন্ন হাটবাজারে ১ কেজি ধানের আমনের চারা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। কিন্তু এই সময়ে ৪০০ টাকায়ও কৃষক ধানের চারা কিনতে পারছেন না। অতিবৃষ্টির কারণে খেতের পাকা আউশ ধান পানিতে ডুবে থাকায় অঙ্কুর বের হয়েছে। ধান শুকাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। এমন দুর্ভোগে পড়ে মুখের হাসি মিলিয়ে গেছে কৃষকের।
- ট্যাগ:
 - মতামত
 - সহায়তা
 - কৃষক
 - ধানের চারা