শাহ আলমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
আমার মস্কোর ছাত্রজীবনের শেষ দুই বছর হোস্টেলের ৪০৪ নম্বর রুমে থাকতাম। অধ্যাপক শাহ আলম বা আমাদের সবার শাহ আলম ভাই থাকতেন ৫০৪ নম্বর রুমে। হোস্টেলের একতলা ওপরে-নিচে। শাহ আলম ভাই গিয়েছিলেন ১৯৭২ সালে, আমি ১৯৭৩ সালে। তাঁর মাস্টার্স শেষ হয়েছিল ১৯৭৮ সালে। মাস্টার্স শেষ করে শাহ আলম ভাই আমাদের সবার আগে তৎকালীন সেই প্যাট্রিস লুবুম্বা গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের আইনের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হলেন এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিলেন আশির দশকের প্রথম দিকে।
- ট্যাগ:
- মতামত
- ভালবাসা
- শ্রদ্ধাঞ্জলী