বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ঢাকা দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীর পরিবারের সার্বিক খোঁজ-খবর নিয়ে তাদের নগদ অর্থ সহায়তা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) প্রকৌশলী ইশরাক হোসেন বেশ কয়েকটি বাসায় যান এবং তাদের খোঁজ-খবর নেন।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন এ সরকারের প্রত্যক্ষ মদতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিনা অপরাধে তুলে নিয়ে মানবতাবিরোধী অপরাধ করে আসছে। গুম হওয়া সেসব নেতাকর্মীর পরিবার চরম দুর্দশায় দিনাতিপাত করছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.