![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/30/image-181171.jpg)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নদী বন্দর চালু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম গ্রহণে ঈশ্বরদীর পদ্মা নদীতে নির্মিত নদী বন্দর পুরোপুরি চালু হয়েছে। পরমাণু কেন্দ্র নির্মাণ এবং এটি চালু করার জন্য বিভিন্ন সরঞ্জাম ও জ্বালানি তেল এই বন্দরের মাধ্যমে পৌঁছাবে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সহসভাপতি ও পরিচালক এস জি লাসতোচকিন জানান, চলতি বছরের বিভিন্ন সময়ে এই বন্দর দিয়েই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের বিভিন্ন প্রয়োজনীয় অংশ, যেমন: ভিভিইআর-১২০০ চুল্লিপাত্র, চারটি স্টিম জেনারেটর ও বিভিন্ন ভারি যন্ত্রপাতি ওঠানো-নামানোর জন্য পোলার ক্রেন সরবরাহ করা হবে।