রাজপথের কংক্রিট উড়িয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করব: রিজভী

প্রথম আলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১৫:৪৯

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তি না দিলে তাঁরা ফুটপাত থেকে নেমে রাস্তায় ব্যারিকেড তৈরি করবেন। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘প্রতিদিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাঁরা করোনা ও বন্যায় ত্রাণ নিয়ে যাচ্ছেন, এটাই তাঁদের অপরাধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয়, আর ফুটপাত নয়, এবার রাজপথের সমস্ত কংক্রিট উড়িয়ে আমরা রাস্তায় ব্যারিকেড তৈরি করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও