হ্যাম রেডিও দিয়ে প্রায় ১২০০০ কিলোমিটার দূরের সিগন্যাল পেলেন
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১১:১০
হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও অপারেটরগণ শখের বসে রেডিও স্টেশন পরিচালনা করেন। দেশের সীমানা পেড়িয়ে দেশ-বিদেশে এমনকি মহাকাশেও পৌঁছে যায় তাদের রেডিও সিগন্যাল। আর এসব সিগন্যাল রিসিভ করা বা শোনার জন্য বিশ্বের নানা প্রান্তের হ্যাম রেডিও অপারেটরগণ দিন-রাত রেডিও অন করে বসে থাকেন।