ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়ায় ভালো প্রস্তুতি নেয়ার সুযোগ পাওয়া যাবে বলে মনে করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ। তিনি বলেছেন, উপনির্বাচনে ভোটের দিনক্ষণ পেছানোয় কোনো ক্ষতি হয়নি। এই সময়ে আমরা আরও প্রস্তুতি নিতে পারব। আমাদের যেখানে সাংগঠনিক দুর্বলতা আছে, কোথাও বিভেদ থাকলে সেটাও মিটিয়ে ফেলা সম্ভব। দলকে আরও বেশি গুছিয়ে সবাইকে নিয়ে মাঠে নামারও সুযোগও হয়েছে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী কফিল উদ্দিন মঙ্গলবার ফায়েদাবাদ চৌরাস্তা ও টিআইসি কলোনীতে পথসভা করেন। পরে ফায়েদাবাদ চৌরাস্তায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন কফিল উদ্দিন আহম্মেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.