টানা বৃষ্টিসহ জোয়ারের পানিতে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চল
এনটিভি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ১৫:১৫
কয়েক দিন ধরে টানা বৃষ্টির সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট বেশি পানি হওয়ায় তলিয়ে গেছে দেশের উপকূলীয় অনেক জেলার নিচু এলাকা। অনেক স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকে তলিয়ে গেছে মাছের ঘের ও সবজি ক্ষেত। দুর্ভোগের শেষ নেই পানিবন্দি এসব এলাকার বাসিন্দাদের। বরিশাল ও খুলনা বিভাগের বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। বাঁধের পাশে বসবাসকারীরা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। প্লাবিত এলাকায়