৪ লক্ষণে বুঝবেন টনসিল ইনফেকশন
যুগান্তর
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ১৫:১২
টনসিলের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। বিশেষ করে শীতের সময়ে এ সমস্যা বেশি দেখা দেয়। তবে গরমের এ সময়ে অনেকের এই সমস্যা হতে পারে। টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি, তা কিন্তু আসলে টনসিলাইটিস। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয়, তা নয়। এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে।