পাণ্ডু রোগের দিনগুলোতে
প্রথম আলো
প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১১:৩৭
২০১৮ সালের নভেম্বর মাসের কথা। হালকা একটা জ্বরজ্বর ভাব ছিল সপ্তাহখানেক ধরে। দুই সপ্তাহ আগেও এমন আরেকবার হয়েছিল। ভেবেছিলাম মৌসুমি জ্বর হবে। একদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। অফিস থেকে যেদিন ছুটি নিলাম, সেদিনই জ্বর বাড়ল। সঙ্গে অস্থিরতাও। মুখে কিছুই দেওয়া যাচ্ছিল না। একটু কিছু পেটে ঢুকেছে তো মিনিট পাঁচের মধ্যে ওয়াশরুমের বেসিনে সেসব ফেলে দিয়ে আসতে হতো। এমনই বমি, যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে পেটের সব...
- ট্যাগ:
- লাইফ
- হেপাটাইটিস বি
- জন্ডিস