দেশের উপকূলীয় অঞ্চলে নতুন প্রজাতির ড্রাগনেট মাছের সন্ধান
বাংলাদেশের লোনা পানির মাছের একমাত্র উৎস হল বঙ্গোপসাগর। দেশের সামুদ্রিক জলসীমার পরিমাণ ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এবং উপকূলীয় অঞ্চলের বিস্তৃতি ৭১০ কিলোমিটার। মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের এই জলসীমায় প্রাপ্ত মৎস্য প্রজাতির মোট সংখ্যা ৪৭৫টি। তবে এই তথ্যটি বেশ পুরানো। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে সম্পূর্ণভাবে কোন অনুসন্ধান না হওয়াতে সামুদ্রিক মাছের সংখ্যা অপরিবর্তিত রয়ে গেছে।
প্রকৃতপক্ষে যতই দিন যাচ্ছে মৎস্য প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন কিছু মাছ জেলেদের জালে ধরা পড়ছে যা পূর্বে কখনোই দেখা যায়নি। এমনই দুটি মাছ পাওয়া গেছে ভোলাসহ সুন্দরবনের জলসীমায়। ক্যালিওনিমাস বর্গের অন্তর্ভুক্ত মাছ দু’টি ড্রাগনেট নামে পরিচিত। যদিও সারা বিশ্বের গবেষকরা এখন পর্যন্ত ১৮২ প্রজাতির ড্রাগনেট মাছ সনাক্ত করতে পেরেছেন, তবে সমষ্টিগতভাবে তাদের সংখ্যা খুব কম এবং সচরাচর দেখা যায় না।