স্বর্ণপদক প্রাপ্ত পাইলট চালাচ্ছিলেন ভারতে দুর্ঘটনাকবলিত বিমানটি
ভারতের কেরালার কোজিকড় বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট উইং কমান্ডার দীপক বসন্ত সাথে এবং সহ-পাইলট ক্যাপটেন অখিলেশ কুমার।
দীপক ভি সাথে ভারতীয় বিমান বাহিনীর সাবেক ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি সেনার ডেকরেটেড অফিসারও ছিলেন। বিমান বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বেশ কিছুদিন এয়ার ইন্ডিয়ার পাইলট পদে কাজ করেছেন। তার পর তিনি যোগ দেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পাস করা উইং কমান্ডার দীপক খুবই অভিজ্ঞ পাইলট ছিলেন এবং বোয়িং ৭৩৭ বিমান ওড়ানোয় দক্ষ ছিলেন।