মেসি বার্সেলোনায় আছে, বার্সেলোনাতেই থাকবে: বার্তোমেউ

ঢাকা টাইমস বার্সেলোনা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৫:১৫

আগামী বছর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হবে। তারপর?‌ বার্সা ছেড়ে অন্য ক্লাবে যাবেন লিওনেল মেসি?‌ উত্তর ভবিষ্যৎই দেবে। বর্তমান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক এইমুহূর্তে বিশেষ ভাল নয়। কিন্তু বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আশাবাদী, মেসির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হবে না; বরং বার্সায় খেলেই আগামী তিন–চার বছর পর ফুটবলকে বিদায় জানাবেন মেসি, মত বার্তোমেউয়ের।

শোনা যাচ্ছে ছোটবেলার ক্লাব রোজারিওর নিউয়েল’‌স ওল্ড বয়েজ ক্লাবে খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে চান ছ’‌বারের ব্যালন ডি’‌ওর জয়ী আর্জেন্টিনীয় কিংবদন্তি। কিন্তু বার্তোমেউ বলেছেন, ‘‌আমি কী বললাম সেটা বড় কথা নয়। আসলে মেসি নিজেই বলেছিল ও বার্সেলোনায় খেলেই ফুটবলকে বিদায় জানাতে চায়। এটাই ওর একমাত্র ক্লাব। তিন–চার বছর পর ও কেরিয়ার শেষ করবে বার্সেলোনায় থেকেই। এ ব্যাপারে আমার মধ্যে কোনও সংশয়ই নেই। মেসির কাছেও সবটা পরিষ্কার। ছোট থেকেই ও এখানে রয়েছে। রংটা খুব চেনা ওর। ক্লাবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে গিয়েছে ওর নাম।’‌

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও