চলতি বছরে একটি ওয়ানডেতেও জয় পায়নি ভারত
দেখতে দেখতে আরেকটি বছর কেটে গেল। ২০২৪ সালটা ভারতের জন্য ভালো-খারাপে মিশেল। এ বছর ভারত রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়ে; কিন্তু বছরের শেষ সময়টা ভালো কাটেনি টিম ইন্ডিয়ার।
বছরের শুরুতেই ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মার অধিনায়কত্বে জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।
এরপর অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে, তিনি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত কোনো সিরিজই হারেননি। তার দলে সাঞ্জু স্যামসনরা ভালোই খেলছেন।
তবে ভারতীয় দল কয়েক দশক পর শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হেরে যায়। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জিতলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে ক্রিকেট