৬ মাসেই ছাঁটাই এসি মিলান কোচ ফনসেকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪

একের পর এক বাজে পারফরম্যান্সে ইতালির শীর্ষ লিগে আটে নেমে যাওয়ার পর কোচ পাউলো ফনসেকাকে বরখাস্ত করেছে এসি মিলান।


সেরি আ’য় সবশেষ সাত ম্যাচে মিলানের জয় কেবল দুটি। মৌসুম জুড়ে অধারাবাহিক ফুটবল খেলা দলটি রোববার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে বাজে সময় কাটানো রোমার সঙ্গে।


শীর্ষে থাকা আতালান্তার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে ১৯ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন মিলান। চারে থাকা লাৎসিওর চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে মিলান, অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও