‘স্বর্গীয় সত্যের’ সন্ধান ও পরিত্যায্য পৃথিবী কথন
গত ৩০ জুলাই ‘তিয়ানওয়েন-১’ নামে একটি মহাকাশযান হাইনান প্রদেশ থেকে মঙ্গল গ্রহে পাঠিয়েছে চীন। এরই মধ্যে মঙ্গলে আমেরিকা নাসার মাধ্যমে পাঠিয়েছে ‘পারসিভেরান্স’ ও সংযুক্ত আরব আমিরাত জাপান থেকে পাঠিয়েছে ‘আল আমাল’ নামের নভোযান। পৃথিবী নামক গ্রহটির স্মরণাতীত কালের মহাদুর্যোগের সময়ে এইসব মঙ্গল অভিযান বেশ তাৎপর্যপূর্ণ।