
বন্যার পানিতে তলিয়ে যাওয়া রাজধানীর ভেতরে অন্য রকম এক জনপদ
তামান্না আর আশফেকা সমবয়সী। দুজনের বয়সই ৯ বছর। দিনের বেশির ভাগ সময় তারা একসঙ্গে খেলাধুলা করে কাটায়। কিন্তু দুই সপ্তাহ ধরে তামান্না আর আশফেকার মন খারাপ। কারণ পানি।যে রাস্তায় তারা খেলাধুলা করত, সেখানে এখন হাঁটুর ওপরে পানি। তাদের ঘরে পানি এখনো ঢোকেনি। তবে আশপাশের বহু ঘরে কোমরসমান পানি জমেছে। তাদের এক বান্ধবীর ঘরে পানি ঢুকেছে। এক সপ্তাহ আগে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে তাদের বান্ধবীর পরিবার।