এখনও ৬০ শতাংশ জলের তলায়, পরপর ভয়াবহ বন্যায় চিন্তা বাড়ছে কাজিরাঙার
nation: এই ন্যাশনাল পার্কের বেশিরভাগটাই জলের নীচে ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে বহু বন্যপ্রাণী। বন্যার জীবন বিপন্ন দেখে জঙ্গলের ৯০ শতাংশ হরিণ পাহাড়ি এলাকায় চলে গিয়েছে। জল নামা না পর্যন্ত সেই জমিতে আবার নতুন করে ঘাস গজানো অসম্ভব। কিন্তু জল নামছে কই। দিনে দিনে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। মানুষের মতোই খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্কের বাসিন্দা অর্থাৎ বন্যপ্রাণীগুলির৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যা পরিস্থিতি
- পানির নিচে