জনপ্রিয় অভিনেতা অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে নিয়ে এক ব্যক্তির সম্পর্কের জেরে বিবাহ-বিচ্ছেদ হয়েছে বলে বেশ কিছু নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে। এ বিষয়টি নিয়ে চটেছেন অপূর্ব। শুধু তাই নয় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগ দায়ের করেন অপূর্ব।
অপূর্ব জানান, গত ২২/৭/২০২০ তারিখ থেকে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ায়। এরইমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সেই ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে মামলা করার ঘোষণা দেই। সেই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে ওইসব নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। অপূর্ব আরো জানান, আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.