এবারও কোরবানির চামড়ায় গরিবের হক নিশ্চিত হবে না?
এই বছর কোরবানির চামড়ার দাম কত হতে যাচ্ছে? এ সম্পর্কে একটা যৌক্তিক অনুমান করা যাবে,যদি চামড়ার দাম গত বছর কেমন ছিল সেটামনেকরাযায়।এরপরএবারের প্রেক্ষাপট আলোচনা করলেই বুঝতে পারবো আসলে কী হতে যাচ্ছে।গত বছর ঈদের চামড়ার দাম নিয়ে বাংলা ট্রিবিউনের রিপোর্টের শিরোনাম ছিল—‘৩১ বছরের মধ্যে চামড়ার সর্বনিম্ন দাম’। রিপোর্টের কিছু অংশ এরকম—‘সংশ্লিষ্টরা বলছেন,গত ৩১ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পশুর চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা ৮০ হাজার টাকার গরুর চামড়ার দাম দিচ্ছেন ২শ টাকারও কম।