ফাহিম হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই
বাংলাদেশি তরুণ ফাহিম সালেহ ছিলেন প্রখর মেধাসম্পন্ন। শ্রম আর মেধা দিয়ে খুব অল্প সময়ে পৌঁছে গিয়েছিলেন সফলতার দরজায়। ফাহিম নিউইয়র্কের একটি হাইস্কুলে পড়ার সময় ‘উইজ টিন’ নামে একটি ওয়েবসাইট তৈরি করে বেশ অর্থ আয় করেন। তখন চারপাশে ব্যাপক সাড়া পড়ে যায়।
এরপর ম্যাসাচুসেটস স্টেটের বেন্টলি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক করেন। ফাহিম চাকরির চেষ্টা না করে ভাবতে থাকেন ভিন্ন কিছু করার।ফাহিমের জন্ম সৌদি আরবে, বেড়ে ওঠা আমেরিকায়। বাবা-মা বাংলাদেশি। তাই বাংলাদেশের প্রতি তাঁর ছিল অদম্য ভালোবাসা। সেই ভালোবাসাই বাবা-মার জন্মস্থান বাংলাদেশে তাঁকে টেনে নিয়ে যায়।