আওয়ামী লীগ জনরোষের আতঙ্কে আছে: রিজভী

আরটিভি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৮:৫৫

‘বিএনপি মানসিকভাবে বিপন্ন, তারা জনরোষের ভয়ে আতঙ্কে আছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাদের সাহেবের কথাটা হবে—আওয়ামী লীগ জনরোষের আতঙ্কে আছে। কিন্তু তিনি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছেন। নিজেদের অবস্থাটা এখন অন্যের ভেতরে দেখতে চাচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল চুরি, তেল চুরি, ত্রাণ চুরি, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল? দেশব্যাপী উল্লেখিত চুরি-ডাকাতি ও লুটের সাথে আপনাদের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আপনারা এখন প্রলাপ বকছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও