পশুর হাটে জালনোট শনাক্তে বসছে বুথ
এনটিভি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৬:৪৫
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণে বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সারাদেশের সরকার অনুমোদিত কোরবানির পশুর হাটেও জালনোট যাচাইয়ের সেবা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করে এ সেবা দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। করোনার এ মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে এ নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। এবার রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে মোট ১৮টি পশুর হাট বসছে। এর মধ্যে উত্তরে ছয়টি ও দক্ষিণ