চীন কি তার ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করল
অল্প কিছুদিন আগেও চীন নির্ভুলভাবে তার শক্তিমত্তা দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের আধিপত্যের ভাবমূর্তির জায়গা দখল করার চেষ্টা করছিল। চীনের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের চালু করা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে কোণঠাসা করার আয়োজন করে ফেলেছিল। কিন্তু এখন মনে হচ্ছে, চীনের সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সাফল্যের জন্য যা যা দরকার, মনে হচ্ছিল তার সবই চীনের ঝুলিতে আছে। ১৯৪৫ সালের পর ইউএস মার্শাল প্ল্যান নামের যে অর্থব্যবস্থা চালু হয়েছিল, সেই মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার জায়গায় নিজের অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করার উদ্দেশে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নামের একটি আন্তজাতীয় অবকাঠামো বিনিয়োগ প্রকল্প শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা হিসেবে নিজের রেনমিনবিকে চালানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে চাপ দিয়ে যাচ্ছে। এ ছাড়া চীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে আসতে চাচ্ছে। সে বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আছে। দেশটি বিশ্বব্যাংক ও আইএমএফে তার কণ্ঠ উচ্চকিত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।