বিশ্বের অধিকাংশ দেশে একটি নিয়মের মধ্যে ওষুধ বিপণন হলেও বাংলাদেশে তা অনুসরণ করা হচ্ছে না। তবে সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো এখানে ওষুধ কোম্পানির কাছে ডাক্তাররা বিক্রি হয়ে যাচ্ছে। তারা অনেকটা ‘চুক্তিবদ্ধ’ হয়ে সংশ্লিষ্ট কোম্পানির ওষুধ রোগীদের প্রেসক্রাইব করছেন। আবার ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মনিটর করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। অর্থাৎ দেশে ওষুধ বিপণনের ক্ষেত্রে এভাবে একটা পুরো চক্র কাজ করছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান এক সাক্ষাৎকারে ঢাকা টাইমসকে এসব কথা বলেন। একান্ত এই সাক্ষাতকারে ঔষধ প্রশাসনের সাবেক এই ডিজি এই অবস্থা থেকে উত্তরণে স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলেও তাগিদ দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.