মিশুর সঙ্গে হিমির ‘বিয়ের প্রস্তুতি’
গুণী পরিচালক সাখাওয়াৎ হোসেন মানিক সম্প্রতি শেষ করলেন ঈদ উপলক্ষে বিশেষ নাটক 'বিয়ের প্রস্তুতি' নামে একক একটি নাটকের শুটিং। কমেডি ধরনের এ নাটকটি রচনা করেছেন মো. সাইফুর রহমান কাজল। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, হিমি, ফখরুল বাশার, মিলি বাশার, হোসাইন সাইদি, মিম, এ আর দুর্জয়। নাটকের গল্প সম্পর্কে পরিচালক জানান, ঈদ আনন্দ বাড়িয়ে দেবার জন্য পরিপূর্ণ বিনোদনের কথা মাথায় রেখে এই নাটকটি নির্মাণ করা হয়েছে।
গল্পে দেখা যাবে শান্ত নামে একটা ছেলে খুবই সহজ-সরল থাকে। ছোটবেলা থেকে খুবই ভালো ছাত্র ছিল শান্ত। সবকিছু সে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে করে। অর্থাৎ হঠাৎ করে কোন কিছু করতে পারেনা। কিন্তু তার বাবা আকবর সাহেব যখন তাকে হঠাৎ করে বিয়ের প্রস্তুতি নিতে বললেন শান্ত তখন খুবই অস্বাভাবিক অবস্থায় পড়ে গেল। সে কি করে বিয়ের প্রস্তুতি নিতে হয় সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। সে তার বন্ধুবান্ধব এমনকি তার মায়ের কাছ থেকেও বিয়ের প্রস্তুতির ব্যাপারে জানতে চাই। সবাই এব্যাপারে তাকে সাহায্য করতে আপত্তি জানায়।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদের নাটক
- মিশু চৌধুরী
- জে এস হিমি