বাসাবাড়ির বর্জ্যের জন্য দু’বার কর দিতে হবে ডিএসসিসি’কে!
বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা টেন্ডারে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি প্রতিটি ওয়ার্ডে একটি করে বাৎসরিক ভিত্তিতে প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডারকে (পিসিএসপি) এই ময়লা সংগ্রহের দায়িত্ব দিচ্ছে। এজন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রতিটি পিসিএসপি’কে প্রতি মাসে এক লাখ টাকা করে দিতে হবে। এজন্য বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে চলতি অর্থবছরে নয় কোটি টাকা রাজস্ব আয় ধরেছে ডিএসসিসি। তবে বিষয়টিকে ‘তুঘলকি কাণ্ড’ আখ্যা দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন করে কর আরোপ আইনসিদ্ধ নয়। কারণ নাগরিকরা হোল্ডিং ট্যাক্সের সঙ্গেই বর্জ্য ব্যবস্থাপনা কর দিয়ে থাকেন। এভাবে এক সেবার জন্য দুবার কর ধার্য হতে পারে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.