
মৈত্রীযাত্রায় ‘জুলুমবাজির কাঠামো’ ভাঙার প্রত্যয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ২১:০৬
নারী সংস্কার কমিশনের সুপারিশ যখন ‘অবমাননাকর’ আক্রমণের মুখে পড়ছে, তখনই ‘সমতা ও ন্যায্যতার’ দাবিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা এল ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ থেকে।
শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এই সমাবেশে জড়ো হয়েছিলেন হাজারো নারী। শুধু নারী নয়, অন্যান্য লিঙ্গ বৈচিত্র্যের বহু মানুষ এই আয়োজনে অংশ নিয়ে প্ল্যাকার্ডে তুলে ধরেন সাম্যের দাবি।
যে ক্ষমতা কাঠামো ‘জুলুমবাজি’ জিইয়ে রাখে, সেই কাঠামো ভাঙার প্রত্যয়ের কথা বলা হয় আয়োজকদের ঘোষণাপত্রে।