কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছয় মন্ত্রণালয়ের গাফিলতি, লাখো মানুষের ভোগান্তি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ০৮:৪৪

২০১৮ সালের সংক্রামক ব্যাধি আইনের আওতায় এখন ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। না মানলে পরিষ্কারভাবেই শাস্তির বিধান রয়েছে। একই আইনের আওতায় শারীরিক দূরত্ব না মানা বা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানলেও শাস্তির কথা বলা আছে। অন্তত ছয়টি মন্ত্রণালয়ের সমন্বিতভাবে এই আইন বাস্তবায়নে পরিবেশ সৃষ্টি ও প্রয়োগ করার কথা। কিন্তু সেই দায়িত্ব পালনে কমবেশি সবাই শৈথিল্য দেখাচ্ছে বলে মনে করছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এই সময়ে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে শুরু করে সরকারের নিয়মিত বুলেটিনসহ প্রতিদিন প্রতি মুহূর্তে গণমাধ্যমে সতর্কতা উচ্চারণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্দিষ্ট সময়ের পরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, কেবল জরুরি প্রয়োজনে বিদেশ যাওয়া, হাটবাজার-রেস্টুরেন্ট-দোকাপাট পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ আরো সব সতর্কতামূলক নির্দেশনা প্রচারের কমতি নেই। সর্বশেষ জাতীয় পরামর্শ কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে ঢাকার দুই সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকাসহ দেশের কোনো শহর এলাকার ভেতরে কোরবানির গরুর হাট না বসাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও