করোনাকালে অনলাইন শিক্ষায় হিত-অহিত
করোনাভাইরাস মহামারীতে বেশি সংকটে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। করোনাকালে সরকারের ছুটির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পেয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দিলেও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ছুটি চলছে।এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বিরাট ক্ষতির মুখে পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। একটা পর্যায়ে এসে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সংসদ টিভিতে অনলাইন ক্লাস প্রচার করে শিক্ষার্থীদের ক্ষতি লাঘবের চষ্টো করছে সরকার।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষার্থীরা পুনরায় পাঠে মনোনিবেশ করতে থাকে। অনলাইন ক্লাসগুলোর জন্য জুম ভিডিও অ্যাপস, গুগল ক্লাসরুম, ফেসবুক লাইভ বা মেসেঞ্জার চ্যাটরুম জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া ভিডিও ধারণ করে ইউটিউবের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।