পাটশাকের নতুন দুটি জাত উদ্ভাবন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পাটশাকের নতুন দুটি জাত উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী মো. জ্যাবলুল তারেক। দীর্ঘ ৫ বছরের গবেষণায় বিজেআরআই দেশি পাটশাক-২ (ম্যাড়া লাল) ও বিজেআরআই দেশি পাটশাক-৩ (ম্যাড়া সবুজ) নামে জাত দুটি উদ্ভাবন করেছেন বলে জানান তিনি।
গবেষক জ্যাবলুল তারেক সমকালকে বলেন, বুনো জাতের পাট থেকে উন্নত আঁশ পাওয়ার উদ্দেশ্যে গবেষণাটি শুরু করেছিলেন। কিন্তু বীজ বপনের ৪০-৪৫ দিনের মধ্যেই শাখা-প্রশাখায় ঝোপালো হয়ে ফুল আসতে শুরু করে। সে জন্য এই জাত থেকে লাভজনক আঁশ পাওয়া সম্ভব হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নতুন জাত
- পাট শাক
- কৃষি মন্ত্রণালয়