![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/08/4eadc22a3f8530c9d4ccff9309d43276-5f05f3bf0c1e0.jpg?jadewits_media_id=1545379)
সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই
জ্যেষ্ঠ সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু আর নেই। আজ বুধবার রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।