![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F08%2Feqqmrxvh.jpg%3Fitok%3DyK4pKGS0)
জ্যেষ্ঠ সাংবাদিক রাশীদ উন নবী আর নেই
সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্যেষ্ঠ এই সাংবাদিক মারা যান। রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রাশিদ উন নবীর মেয়ে অনিকা। এ দিকে জাতীয় প্রেসক্লাবের সা সহসাধারণ সম্পাদক ইলিয়াস খান রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘রাশীদ উন নবী বাবু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে তিনি মারা যান।’ রাশীদ উন নবী বাবু জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য। রাশীদ উন নবী ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক আমার