মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। বর্তমানে করোনার কারণে অনেক দিন ধরেই ঘরবন্দি সময় কাটাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো স্বাস্থবিধি মেনে কাজ করার অনুমতি দিয়েছে। কিন্তু তিনি শুটিংয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
সম্প্রতি 'আয়নাবাজি’ খ্যাত এই অভিনেতা একটি গণমাধ্যমকে বলেছেন, 'এখন সব চেয়ে দুঃসময় চলছে। সংকটটাও অনেক বেশি। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আমাদের আশপাশে আত্মীয়-পরিজন অনেকেই আক্রান্ত হচ্ছেন। শুটিংয়ে ফিরব কী করে! যে কাজটি আমি দুই মাস আগে করলাম না, সেই কাজটি এমন পরিস্থিতিতে কেন করতে যাব! শুটিংয়ে যে ফিরব, আমার জীবনের দায় কে নেবে? অসুস্থ হলে তার দায় কে নেবে? এই সময় শুটিং করলে কেমন সচেতন হয়ে করতে হবে সেটাও বুঝতে পারছেন সবাই!'
তিনি আরও বলেছেন, 'শুটিং করতে গিয়ে আমি যে সুরক্ষিত ব্যবস্থা পাব তার নিশ্চয়তা আগে আমাকে দিতে হবে। আরেকটা কথা এখানে আবারও বলতে চাই-এখন মানুষ কাজ করতে যাচ্ছে শিল্পের জন্য না যতটা, তার থেকে বেশি বেঁচে থাকার তাগিদে। জীবনের ঝুঁকি নিয়ে যারা শুটিং করছেন তারা আলটিমেটলি, বেঁচে থাকার জন্যই করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.