ময়মনসিংহ সিটি করপোরেশনে এ বছর পাঁচটি স্থানে কোরবানির পশুর হাট বসবে। দুই-তিনজনের বেশি মানুষ নিয়ে ঈদুল আজহার পশুর হাটে যাবেন না, বয়স্ক ও শিশুদের হাটে যাওয়া থেকে বিরত রাখুন। পশু হাটে স্বাস্থ্যবিধি অুনসরণ করুন। এসব আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।
রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন ঈদুল আযহার পশুর হাটে ও পশু কোরবানিতে স্বাস্থ্যবিধি রক্ষার্থে এক মতবিনিময় সভায় একথা বলেন সিটি মেয়র।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইত্তেফাকুল ওলেমা ময়মনসিংহের নেতারা, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের প্রতিনিধি, ময়মনসিংহ ইমাম সমিতি, ময়মনসিংহ কসাই সমিতির নেতা ছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.