বালিশকাণ্ডের প্রকৌশলী শফিকুলের জামিন মেলেনি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৯:০৩
রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পে বালিশ, আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয়-সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ তার জামিন আবেদন নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত স্ট্যান্ডওভার রাখেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান জানান, আদালত এখন জামিন না দিয়ে আবেদন তিনটি নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত স্ট্যান্ডওভার রেখেছেন।
গত বছরের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে কারাগারেই আছেন মো. শফিকুল ইসলাম।