‘করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা নেই, দুর্নীতি থাকতে পারে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ২২:১৩

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতার অভিযোগ মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতাদের বক্তব্য, সম্পূর্ণ নতুন এ বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণে প্রথম দিকে সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও তা কাটিয়ে উঠেছে। সামর্থ্য অনুযায়ী সরকার তার সর্বোচ্চটা করার চেষ্টা করছে। সরকারের ব্যবস্থাপনায় দেশের জনগণ সন্তুষ্ট। কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ স্বীকার করে দলটির নেতারা বলেছেন, একটি জাতীয় দুর্যোগের সময় এ ধরনের দুর্নীতি কাম্য নয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে সরকারের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে কোভিড-১৯ নিয়ন্ত্রণের প্রধান ভূমিকায় থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যকার সমন্বয়হীনতা নিয়ে বারবার মুখ খুলেছে রাজনৈতিক মহল। বিরোধী দল বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই সমন্বয়হীনতার অভিযোগ তোলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের একাধিক নেতাও সমন্বয়হীনতা ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং সমন্বয়হীনতার ইঙ্গিত পাওয়া গেছে। সর্বশেষ জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবের কথা তুলে ধরা হয়েছে। তারা স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে ওই মন্ত্রণালয়ে দক্ষ কাউকে দায়িত্ব দেওয়ারও দাবি তুলেছে।

অবশ্য বর্তমানে সমান্বয়হীনতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। ছোটখাটো যেসব ত্রুটির বিষয় উঠে আসছে— তা হয়েছে করোনাভাইরাসের মতো একটি নতুন মহামারি মোকাবিলার জন্য। নতুন কোনও কাজে কমবেশি দুর্বলতা সবারই হয়। তা সময়ের ব্যবধানে কেটেও গেছে বলে দাবি করেন ক্ষমতাসীন দলের নেতারা।

বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ কিছুদিন আগে এক ভিডিও বার্তায় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কথা বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে, প্রকাশ পাচ্ছে আমাদের সামর্থ্যের ঘাটতি ও সমন্বয়ের অভাব। তবে চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার।’

দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরও বিভিন্ন সময়ে সমন্বয়হীনতা ও দুর্বলতার প্রসঙ্গ টেনেছেন। স্বাস্থ্য অধিদফতরের ডিজির বক্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। সমন্বয়হীনতার অভিযোগ ছাড়াও করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় এবং ঢাকা মেডিক্যালে চিকিৎসকদের থাকা-খাওয়ার ব্যয় নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে কথা বলেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছেন।

অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিক্যালে থাকা-খাওয়ার দুর্নীতির অভিযোগ এবং সমন্বয়হীনতার অভিযোগ নাকচ করে দিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সমন্বয়হীনতার অভিযোগ মানতে রাজি নন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মুহূর্তে সমন্বয়হীনতা আছে বলে আমার মনে হয় না। কোভিডের শুরুতে প্রথম যখন সরকারি ছুটি হয়, তখন কিছুটা সমন্বয়হীনতা মনে হয়েছিল। তবে এখন সেই পরিস্থিতি কেটে গেছে। আমার মনে হয়, সরকারের কার্যক্রমে মানুষ সন্তুষ্ট। করোনাভাইরাস সংক্রমণ যেভাবে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সরকারের নতুন করে কিছু করণীয় আছে বলে মনে হচ্ছে না। আর বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এ কারণে চিকিৎসা সেবা না পাওয়ার আশঙ্কায় কারও কারও মধ্যে নানা ধরনের প্রশ্ন জাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও