ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ৫০ গ্রাম প্লাবিত

আরটিভি চরভদ্রাসন প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৫:৫২

প্রতিদিনই ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানের পদ্মার পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চলের ৫০টি গ্রামে পদ্মার পানি প্রবেশ করেছে।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন, চরঝাউকান্দা, চরহরিরামপুর ইউনিয়নের ২০টি গ্রাম, সদরপুর উপজেলার চরনাছিরপুর, চরমানাই, দিয়ারা নারকেলবাড়িয়া, ঢেউখালী, আকুটেরচর ইউনিয়নের ১৫টি গ্রামে এবং ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রীরচর, চরমাধবদিয়া ও আলীয়াবাদ ইউনিয়নের ১৫ গ্রামের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও