You have reached your daily news limit

Please log in to continue


ভারত প্রশ্নে জয়ার মোক্ষম জবাব

ধান ভানতে শিবের গীত' গাওয়ায় এদেশের এক শ্রেণির ফেসবুকারদের জুড়ি নেই। আপনি হয়তো কোনো মুভি নিয়ে আলোচনা করলেন, তারা বলবে কই, ওমুক ঘটনা নিয়ে তো কিছু বললেন না। তাদের ভাবটা এমন, আপনিই যেন সব কিছু বলার দায়িত্ব নিয়ে বসে আছেন! সেলিব্রেটিরা হরহামেশাই এসব ঘটনার শিকার হন। এবার যেমন ঘটল জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রে। ধান ভানতে শিবের গীত গাওয়া সেই ব্যক্তিকে জয়া দিয়েছেন মোক্ষম জবাব। করোনা সংক্রমণের মাঝে গতকাল এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চডুবিতে এখন পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দেন জয়া আহসান। সেখানে চাঁদ সুলতানা মিথিলা নামের একজন অপ্রাসঙ্গিক মন্তব্য করে বসেন। ইংরেজি হরফে লেখা বাংলা ভাষায় সেই ব্যক্তি কমেন্টে লিখেন, 'ইন্ডিয়া থেকে পানিতে দেশ ডুবিয়ে দিচ্ছে, সেটা নিয়া কিছু বলেন। আপনার প্রাণপ্রিয় দেশ দাদাদের দেশ নিয়া তো কিছু বলতে শুনলাম না। সারাদিন এত তাদের ভালো ভালো পোস্ট দেন এখন চুপ কেন?' এছাড়া হিমালয় হিমু নামের একজন অশ্লীল ভাষায় জয়া ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টায় আছেন বলে মন্তব্য করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন