নির্মাণে আবুল হায়াত

প্রথম আলো প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৫

প্রায় এক বছরের বিরতির পর আবার পরিচালনায় ফিরেছেন অভিনেতা আবুল হায়াত। গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে গত মঙ্গলবার শুটিং শুরু হওয়া নাটকটির নাম ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত।


শুটিং স্পট থেকে গতকাল বুধবার দুপুরে আবুল হায়াত বলেন, ‘রাবেয়া (খাতুন) খালার শত শত গল্প আছে। এসব গল্পের মধ্যে কম খরচের মধ্যে কাজ করার মতো অনেক গল্প রয়েছে। “সখিনা” পড়ে মনে হয়েছে, এটি নিয়ে কাজ করা যায়। তাই শুটিং শুরু করেছি।’


গ্রামীণ পটভূমিতে তৈরি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী মৌ। মৌসুমী বলেন, ‘রাবেয়া খাতুনের গল্প ও আবুল হায়াতের পরিচালনায় কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’


আবুল হায়াত বলেন, ‘আগের মতো টানা কাজ করছি না। যে গল্প বা চরিত্র ভালো লাগে, সেগুলোই বেছে বেছে করি। বাকি সময়টা পরিবার ও বিশ্রামের জন্য রাখি। তবু অভিনয় না করলে অসহায় মনে হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও