নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম
নিঃশব্দতাকে পুঁজি করেই বিশ্বজয় করেছেন টিকটক সেনসেশন খাবি লেম। তবে এবার কোনো মজার ভিডিও নয়, বরং এক বিশাল ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন এই ২৬ বছর বয়সী তরুণ। নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান 'স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড' ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে মার্কিন প্রতিষ্ঠান 'রিচ স্পার্কল হোল্ডিংস'-এর কাছে বিক্রি করেছেন তিনি।
বিজনেস ইনসাইডার আফ্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে আগামী ৩৬ মাস খাবি লেমের বিশ্বব্যাপী সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের একচেটিয়া অধিকার থাকবে রিচ স্পার্কল হোল্ডিংসের হাতে। তবে কোম্পানি বিক্রি করলেও খাবি লেম নিজে এই ব্যবসায়িক ইকোসিস্টেম থেকে সরে যাচ্ছেন না।
বরং নতুন এই হোল্ডিং কোম্পানির বড় অংশের শেয়ার এখন তার হাতে, যা তাকে পর্দার পেছনের একজন শক্তিশালী নীতিনির্ধারক হিসেবে প্রতিষ্ঠিত করল। এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হলো খাবি লেমের একটি 'এআই টুইন' বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল সংস্করণ তৈরি করা।