বাঁশের তৈরি অভিনব পানির বোতল, বেড়েই চলেছে চাহিদা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ২০:১১

বাঁশের তৈরি পানির বোতল! অবাক হচ্ছেন? ভারতের ত্রিপুরার ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিসিডিআই) তৈরি এই অভিনব সৃষ্টি এখন দেশটির বাজারে নয়া ট্রেন্ড। প্রথমে এটা সকলের নজরে না এলেও সামনে নিয়ে আসেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

রবিনা ট্যান্ডন ত্রিপুরার পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্পোরেশন থেকে অর্ডার দিয়ে বাঁশের তৈরি বোতল কেনেন ও সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন। আর তার সেই একটা টুইটের পরই সকলের নজর এখন এই দুরন্ত পানির বোতলের ওপর। অভিনব পানির বোতলের চাহিদা এখন দিন দিন বেড়েই চলেছে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ পাসওয়ান টুইটে জানিয়েছেন, রবিনা ট্যান্ডন এটি অর্ডার করতেই ভাইরাল হয়ে যায়। এটি দেখতে সুন্দর জিনিস। ত্রিপুরার স্থানীয় শিল্পীরাই তৈরি করেছেন এটি। একদম ইকোফ্রেন্ডলি প্রোডাক্ট। ডিজাইন ও ফিনিশিংয়ের জন্য আলাদা মার্কস তো দিতেই হয়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও