সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা হতে পারে প্রাথমিক-মাধ্যমিকে
করোনার থাবায় থমকে গেছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন। এ বছর সব মিলিয়ে ক্লাস হয়েছে দু'মাসের মত। বাকি রয়ে গেছে পুরো সিলেবাসই। শিক্ষকরা বলছেন, সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে পরীক্ষা নেয়া গেলে ক্ষতি পোষানো সম্ভব হবে। এ বিষয়ে এনসিটিবি বলছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই তারা উদ্যোগ নিবে। যদিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর জানায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত।
৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও এ ছুটি কবে নাগাদ শেষ হবে তা জানান নেই কারোরই। এদিকে শিক্ষাবর্ষ পঞ্জিকা এরই মধ্য পার করল অর্ধবার্ষিকী। এ অবস্থা চলমান থাকলে শিক্ষা খাতের ক্ষতি কমিয়ে আনা কষ্টসাধ্য হবে জানিয়ে শিক্ষাবর্ষ শেষ করতে সিলেবাস কমিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা।
বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি’র সভাপতি মো. আবু সাঈদ ভূঁইয়া জানান, পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর পরীক্ষা নেয়াটা খুব কঠিন হবে। এটা সম্ভব হবে না। সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে নিয়ে এ বছর পরীক্ষাটা শেষ করতে পারলে শিক্ষার্থীদের জন্যে ভালো হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায়, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.