বারডেমে অস্থায়ী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
চাকরি স্থায়ীকরণ, করোনা মহামারীর সময় চিকিৎসায় নিয়োজিত থাকা অবস্থায় নিজেদের সুরক্ষা এবং আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে বেসরকারি বারডেম হাসপাতালের একদল চিকিৎসক কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল থেকে রাজধানীর শাহবাগের হাসপাতালের দ্বিতীয় তলার চেম্বার কমপ্লেক্সে তারা অবস্থান নিয়েছেন। অস্থায়ী ভিত্তিতে হাসপাতালটিতে নিয়োগকৃত শতাধিক চিকিৎসক রয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অস্থায়ীভাবে নিয়োগকৃত চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণ, করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কেউ আক্রান্ত হলে সেই চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের বারডেমে চিকিৎসার সুযোগ, রোগীদের করোনা পরীক্ষার জন্য বারডেমে ল্যাব চালু এবং করণায় আক্রান্ত হয়ে কোন চিকিৎসকের মৃত্যু হলে ১০ লাখ টাকা প্রণোদনার দাবি জানানো হয়েছে।