কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সভা ফাঁকা, টাই খুলে মনমরা মেজাজে হাঁটছেন ট্রাম্প

একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভয়াবহ পরিসংখ্যান। চলছে মৃত্যুমিছিল। অন্যদিকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। সময়টা মোটেই স্বস্তিতে কাটছে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যেই নির্বাচনী প্রচারে বিশাল সভার ডাক দিয়েও কার্যত ব্যর্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার ওকলাহোমার টালসায় বিশাল সভার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, সেদিনের সভায় প্রায় অর্ধেকের কাছাকাছি আসনই ছিল ফাঁকা। স্বল্প কিছু সমর্থকদের উপস্থিতিতেই ভাষণ দেন ট্রাম্প। সমর্থকদের উপস্থিতির অভাবে শুরু থেকেই ছন্দ কেটে গিয়েছিল ট্রাম্পের। যদিও এর মধ্যেও সভায় বিরোধী ও সংবাদমাধ্যমকে নিয়ে ঠাট্টা করতে দেখা যায় ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ। মৃত ১ লক্ষ ২২ হাজারেরও বেশি। তবে, সংক্রমণের হার আগের তুলনায় একটু কমতেই এমন পরিস্থিতিতেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সভার আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপর জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে দেশজুড়ে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। ফলে, সভায় সমর্থকদের অভাব গভীর কোনো ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন সভার শেষে চপারে করে হোয়াইট হাউজে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। গলায় ঝোলানো ছিলো খুলে ফেলা লাল টাই। হাতে তার সভার চিরাচরিত লাল টুপি। মুখে ক্লান্তি ও হতাশার ছাপ স্পষ্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন