তিস্তার পানি বিপদসীমার ওপরে, ধরলায় পানি বৃদ্ধিতে তীব্র হয়েছে ভাঙন
উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।
এদিকে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে ধরলা নদীর তীরবর্তী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পানি পরিমাপক) সহকারী প্রকৌশলী এএসএম আমিনুর রশিদ বলেন, উজানের পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে শনিবার (২০ জুন) সকালের দিকে দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭৮ সেন্টিমিটর। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটর) বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আবার বিকাল ৪টায় একই পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে। যা ৫২ দশমিক ৬৮ সেন্টিমিটার। শনিবার রাতেই পানি নেমে যেতে পারে বলে তিনি জানান।