কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাদাখে কে জিতল?

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২০, ১৮:৪৬

জম্মু-কাশ্মীর-লাদাখ নিয়ে অতীতে উত্তেজনা হতো ভারত-পাকিস্তানে। নাটকীয়ভাবে সেই ছক পাল্টে গেল। ক্ষয়ক্ষতির বিবেচনায় ১৫ জুনের ঘটনা রীতিমতো ভয়াবহ। কিন্তু অজ্ঞাত কারণে ভারত ও চীন উভয়ে তাতে বেশি রং চড়াতে চাইছে না। ভারত সরকারের দিক থেকে শান্ত ভঙ্গিটি পুরো বিশ্বের নজর কেড়েছে।

পাকিস্তানের হাতে ১৯-২০ জন সেনা হারালে, ৭৬ জন সেনা আহত এবং ১০ জন নিখোঁজ হলে নিশ্চিতভাবে নয়াদিল্লির প্রতিক্রিয়া হতো ভিন্ন কিছু। কিন্তু প্রতিপক্ষ চীন বলেই এখনো কোনো ‘সার্জিক্যাল পাল্টা হামলা’র কথা শোনা যাচ্ছে না। ভারতীয় নীতিনির্ধারকেরা তাৎক্ষণিক কোনো সামরিক জবাব না দিয়ে পরিস্থিতি আলোচনার পরিসরে ধরে রাখতে চাইছেন, দক্ষিণ এশিয়ার জন্য বিষয়টা স্বস্তির।

চীন ও ভারতের মধ্যে প্রায় আড়াই হাজার মাইল সীমান্ত রয়েছে। অতীতে এই সীমান্তে বিবাদ হতো অরুণাচল প্রদেশ কিংবা সিকিমের আশপাশে। সবশেষ ১৯৬৭-এ এই ফ্রন্টের নাথুলা পাসে একদফা মৃদু সংঘর্ষ হয়, যাতে ৮৮ জন ভারতীয় সেনা মারা যান। সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকবার এই সীমান্তে উত্তেজনা দেখা দিলেও তা আগের মতো খুনোখুনিতে গড়ায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও