অর্থপাচার মামলায় রাশেদ চিশতীর জামিন আদেশ আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২০, ০৮:৫৪

ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর টাঙ্গাইলের মানি লন্ডারিংয়ের এক মামলায় জামিন বাতিল চেয়ে দুদকের আবেদনের ওপর আদেশ হবে আজ (মঙ্গলবার)।

জামিন বাতিলের ওপর ফৌজদারি রিভিশন শুনানি শেষে সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এ দিন ঠিক করে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আসামিপক্ষে শুনানি করেন শাহরিয়ার কবির বিপ্লব।

এর আগে গত ৩ জুন হাইকোর্ট চিশতীর টাঙ্গাইল বিচারিক আদালতের জামিন বাতিল করে আদালতকে জামিন শুনানি নিষ্পত্তি করতে বলেছিলেন। ১৪ জুন টাঙ্গাইল বিশেষ জজ আদালত পুনরায় তার জামিন মঞ্জুর করেন। সেই জামিন আদেশ বাতিল চেয়ে সোমবার দুদক পুনরায় ফৌজদারি রিভিশন দায়ের করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও