কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ হাজার কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করতে যাচ্ছে পদ্মা ব্যাংক

বণিক বার্তা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬

প্রায় ৩ হাজার কোটি টাকার প্রাতিষ্ঠানিক আমানতকে প্রিফারেন্সিয়াল বা অগ্রাধিকারমূলক শেয়ারে রূপান্তরের উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক। এ আমানতের ১ হাজার ৮২০ কোটি টাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও তহবিলের। বাকি ১ হাজার কোটির বেশি আমানত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। সব মিলিয়ে ২ হাজার ৮৯২ কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করতে চাইছে বহুল আলোচিত বেসরকারি ব্যাংকটি। এজন্য আগামী ২৮ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করতে যাচ্ছে পদ্মা ব্যাংক। সভায় এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে। সেখানে পাস হওয়ার পর পরবর্তী উদ্যোগ নেয়া হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।


অগ্রাধিকারমূলক শেয়ার হচ্ছে মূলত শেয়ার ও ডিবেঞ্চারের মাঝামাঝি একটি ইন্সট্রুমেন্ট। এ শ্রেণীর শেয়ারধারী লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। তবে এ শেয়ারধারীদের কোনো ভোটাধিকার থাকে না। নির্দিষ্ট সময় পর অগ্রাধিকারমূলক শেয়ার থেকে ইকুইটি শেয়ারে রূপান্তরের সুযোগ থাকে। তবে অগ্রাধিকারমূলক শেয়ারকে ইকুইটি মূলধনের অংশ হিসেবে দেখানো গেলেও এটি কখনই সাধারণ মূলধনের (অর্ডিনারি ক্যাপিটাল) অংশ হবে না বলে পেশাদার হিসাববিদরা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও